নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের শুরু থেকেই ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। এর পর থেকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি একই পথ অনুসরণ করল। তারাও অনলাইনে ক্লাস নিচ্ছে। তাদের এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে আগামী বৃহস্পতিবার যোগ দিবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সাকিব আর মুশফিক দুজনেই বিকেএসপির ছাত্র ছিলেন। বিকেএসপি থেকে মূলত তারা তাদের পাঠদান চালায় ও ক্রিকেটীয় ক্যারিয়ারে আসে। দেশের এক অনলাইন পোর্টাল কে দেয়া সাক্ষাৎকারে বিকেএসপির ডেপুটি ইনচার্জ মতিউর রহমান বলেন, ‘সাকিব আর মুশফিক দুজনেই আমাদের বিকেএসপির ছাত্র ছিল। তারা আমাদের এই জুম মিটিংয়ে যোগ দেবে যাতে তরুণ ছাত্ররা তাদের থেকে কিছু অনুপ্রেরণা খুঁজে পাই।’
তিনি আরও জানান শিক্ষার্থীরা তাদের রেকর্ড ভিডিও করে তাদের কোচদের কাছে পাঠাচ্ছেন আর কোচরা এইসব যাচাই-বাছাই করে তাদের দিক নির্দেশনা দিচ্ছেন।
এর আগে বিকেএসপির অনলাইন ক্লাসে যোগ দিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, লিটন দাস ও এনামুল হক বিজয়। তারাও শিক্ষার্থীদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছে ।
এই ব্যাপারে বিকেএসপির শিক্ষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সৌম্য, লিটন ও বিজয় নিয়মিত আমাদের সাথে ক্লাসে যোগ দিচ্ছে। অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলীও আমাদের এই সেশনে যোগ দিয়েছেন। তারা তারা তরুণদের সাথে কথা বলছেন ও দিকনির্দেশনা দিচ্ছেন।’
নিউজক্রিকেট/ রীম