বিকেএসপিকে স্মরণ করলেন মুশফিক

নিউজ ডেস্ক »

বাংলাদেশের ক্রীড়া সেক্টরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বছরের পর বছর বড় একটি অবদান রেখে যায়। এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসে অনেক খেলোয়াড় ও অ্যাথলেট। অন্যসব বিভাগ থেকে ক্রিকেটে এর সাফল্য বেশি। এই প্রতিষ্ঠান থেকে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম সাকিব,মুশফিক, সৌম্যরা।

মুশফিক তার শিক্ষা প্রতিষ্ঠানকে সব সময় স্বরণ করেন। এবারও তার ব্যাতিক্রম হয়নি। তিনি ভক্তদের মনে প্রশ্ন থাকে এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। এক প্রশ্নের উত্তরে তিনি বিকেএসপির কথা মনে করেন।

মুশফিক লিখেন, ‘আসসালামুয়ালাইকুম। আমি মুশফিকুর রহীম, জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড়। ছোট থেকেই আমি ক্রিকেটের প্রতি খুব পাগল ছিলাম। আমি প্রায় সময় আমার বড় ভাইদের সঙ্গে মাঠে গিয়ে খেলতাম। স্কুলেও আমি ক্রিকেট খেলতাম।’

‘এরপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) এক ভর্তি পরীক্ষার মাধ্যমে আমি সপ্তম শ্রেণীতে ভর্তি হই। সেখানেই আমার মেধা প্রদর্শন করে জাতীয় দল পর্যন্ত আসতে পেরেছি।’

ক্রিকেট ছাড়াও বিকেএসপি থেকে অনেক , অ্যাথলেট দেশের হয়ে নাম করেছেন। তাদের মধ্যে আছেন আর্চার আব্দুল্লাহ হেল বাকি, রুমান সানা, ফুটবলার মামুনুল ইসলাম ইত্যাদি। মুশফিক ছিলেন ২০০০ সালের ব্যাচের।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »