সাকিব শাওন »
এই মুহুর্তে জাতীয় দলের বাহিরে থাকা এনামুল হক বিজয় ২০১৮ সালে দীর্ঘ দিনের প্রেমকে পূর্ণতা দান করেন। ফারিহা ইরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।
এবার তাঁদের কোল জুড়ে আলোকিত হয়ে আসছেন সন্তান। বিজয়ের এক নিকট আত্নীয়ের ফেসবুক স্ট্যাটাসে দেখা গেছে বিজয় ও ফারিহাকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানানো হচ্ছে। এই বিষয়ে এনামুল হক বিজয় এখনো কিছু জানান নি।
এখন জাতীয় দলের বাইরে থাকলেও ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বিজয়। সদ্য সমাপ্ত বিসিএলে ম্যান অফ দ্যা টূর্ণামেন্ট হয়েছেন তিনি। এমন সময় এই সুখবরটি আরো রঙিন করে তুলবে তাঁদের দম্পতিকে।