বাবরের গোপন হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ফাঁস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এবারের বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কাটছে পাকিস্তানের। বিশ্বকাপে একের পর এক হারে কোণঠাসা পাকিস্তান ক্রিকেট দল।

এমন কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর একটি অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ জানান, পাঁচ মাস বেতন পাচ্ছেন না বাবররা। এমনকি পিসিবি সভাপতি ক্রিকেটারদের ফোন ধরছেন না, মেসেজের উত্তর দিচ্ছেন না।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এআরওয়াই টিভিকে দেয়া সাক্ষাৎকারে জাকা আশরাফের কাছে ঘটনার সত্যতা জানতে চাওয়া হয়। বাবররা যে দীর্ঘদিন বেতন পাচ্ছেন না সেটা আর গোপন কিছু নয়। তবে বোর্ড সভাপতি বলেছেন, বাকি দাবিটা মিথ্যা। জাক আশরাফ বলেন, ‘লতিফ বলেছে, আমি বাবরের কল ধরছি না।সে তো আমাকে কলই দেয়নি। প্রধান পরিচালন কর্মকর্তা বা আন্তর্জাতিক ক্রিকেট পরিচালকের দায়িত্ব অধিনায়কের সঙ্গে কথা বলা।’

এরপর নিজের বক্তব্যের প্রমাণ হিসেবে টেলিভিশন ক্যামেরায় একটি মেসেজ দেখান জাকা আশরাফ। প্রধান পরিচালক কর্মকর্তা সালমান নাসির ও বাবরের মধ্যকার সেই মেসেজে নাসিরকে লিখতে দেখা গেছে, ‘বাবর টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ঘুরে বেড়াচ্ছে তুমি নাকি চেয়ারম্যানকে ফোন দিচ্ছ কিন্তু উনি ধরছেন না।গত কয়েকদিনে তুমি কি আসলেই ফোন দিয়েছ?’ বাবরের উত্তর ছিল, ‘সালমান ভাই, সালাম। আমি তো স্যারকে কোনো কল করিনি’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »