বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছে না বাবরের। টানা ১৮ ইনিংস ধরে ফিফটির দেখা পাননি পাকিস্তানের এই ব্যাটার।সদ্য গঠিত নির্বাচক কমিটির সুপারিশে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ছেন বাবর আজম। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে তার ব্যাটিং গড় ২১ এর নিচে। এমনকি অধিনায়কত্ব হারানোর পর দলে তার জায়গা নিয়ে কখনো সংশয় ছিল না। অধিনায়ক ও কোচ সবসময় পাশে থেকেছেন তার।

নতুন নির্বাচক কমিটি এসেই বেশ সাহসী সিদ্ধান্ত পথেই হাঁটল। দলের বাইরে থাকাটা বরং বাবরের জন্যই ভালো হবে বলে মনে করছে কমিটি।

গত শুক্রবার নির্বাচক কমিটির বৈঠকে ছিলেন না পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ও হেড কোচ জেসন গিলেস্পি। গতকাল তাদের সঙ্গে দেখা করতে মুলতানে যান নির্বাচকরা। কয়েকজন উপদেষ্টা অবশ্য বাবরকে দলে রাখার পক্ষে ছিলেন, কিন্তু বেশিরভাগই ছিলেন তাকে বাদ দেওয়ার পক্ষে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »