নিউজ ডেস্ক »
এই বছরের সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। ভারতের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে এই খবর নিশ্চিত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এবার অপেক্ষা মাত্র এসিসির ঘোষণার।
করোনাভাইরাসের কারণে এখন ক্রিকেটের সব সূচী হয়েছে উলটপালট। শত প্রতিকূলতা পেরিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ। কিন্তু এশিয়া অঞ্চলের দেশগুলো এখন করোনাভাইরাসে বেশি প্রভাবিত হচ্চে ফলে এশিয়া কাপের মত টুর্নামেন্ট আয়োজন হচ্ছেনা।
এশিয়া কাপ নিয়ে শুরু থেকেই দ্বিধা-দ্বন্দ্বে ছিলো সবাই। এবারের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তান গিয়ে খেলবেনা। ফলে আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিলো এশিয়া কাপ। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসলো এশিয়া কাপ হবে না।
আনন্দবাজারকে সৌরভ বলেন, ‘এইবারের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এইবারে আর হচ্ছেনা। আইসিসির চুড়ান্ত ঘোষণার অপেক্ষায় আছি। তাদের ঘোষণার পরেই আমরা আইপিএল নিয়ে এগোতে চাই। আমরা অক্টোবর- নভেম্বরের দিকে আইপিএল আয়োজন করতে চাই, যদি পরিস্থিতি ভালো হয়। এই মুহুর্তে যে পরিস্থিতি তাতে ক্রিকেট ফেরার সম্ভাবনা দেখছিনা।’
নিউজক্রিকেট/রীম