fbpx

বাটলারের চোখে রুটের ব্যাটিং ‘মাস্টারক্লাস’

ডেস্ক রিপোর্ট »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জো রুটের ব্যাট ছিল চওড়া। গলের স্পিন পিচে দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি সম্ভাবনা জাগিয়েছিলেন টানা দ্বিতীয় ডাবল সেঞ্চুরির। অধিনায়কের এমন পারফরম্যান্সকে ‘মাস্টারক্লাস’ বলছেন উইকেটরক্ষক জস বাটলার।

একই সঙ্গে অধিনায়কের ইনিংসকে সবার জন্যই শিক্ষা হিসেবে দেখছেন তিনি। রুটের ব্যাটিং প্রসঙ্গে বাটলার বলেন,”এটি (রুটের ব্যাটিং) বেশ চমৎকার একটি ইনিংস ছিলো। প্রথম টেস্টের দ্বিশতকের পর আবারও এমন ইনিংস কঠিন মানসিক ও শারিরীক দক্ষতার ফলাফল। স্পিনের বিপক্ষে এটি একটি মাস্টারক্লাস ব্যাটিং এবং আমাদের সবার জন্যই বড় একটি শিক্ষা। মাঠের এপারে বসে আমরা তাঁর ব্যাটিং উপভোগ করেছি। যদিও তাঁর দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে দিন শেষ হওয়া আমাদের হতাশ করেছে।”

বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান রানে ফেরার উপায় জানেন বলেও জানান বাটলার।

তিনি আরও বলেন,”সে বিশ্বের অন্যতম সেরা একজন ক্রিকেটার। আর নিজের পারফরম্যান্সের মানের সঙ্গে অর্জনের পন্থাও জানা আছে তার। প্রথম ম্যাচের দ্বিশতকের পরে আবারও শতরান তার অবস্থান পরিষ্কার করেছে। সে ব্যাটিং করতে কতটা ভালোবাসে তা জানি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ওয়ানডে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় তাকে আরো ক্ষুধার্ত দেখা গিয়েছে।”

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »