নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৫ ম্যাচে মোটে ১টি জয়। বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনালের আশা নিভে যেতে বসেছে।কিছুতেই যেন সাফল্য মিলছে না।কেন এমন হচ্ছে? উত্তর জানা নেই ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের।
নিজেদের পঞ্চম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশরা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাটলার বললেন, ‘এর (কেন হচ্ছে না) কোনো সোজাসাপটা উত্তর এই মুহূর্তে নেই। আমাদের জন্য অনেক কঠিন আর হতাশার একটি টুর্নামেন যাচ্ছে। নিজের ওপর, সবার ওপর হতাশ। কেউই নিজেদের সেরাটা দিতে পারছি না।