বাকেরগঞ্জের মধ্য বোয়ালিয়ায় টিপিএল সিজন-৩ এর শুভ উদ্বোধন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের মধ্য বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিপিএল সিজন-৩ এর পর্দা উঠেছে আজ।

মধ্য বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ (শুক্রবার) বেলা ৩টায় স্থানীয় যুবকদের উদ্যোগে টিপিএল শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের শুভ উদ্বোধন করেছেন, উক্ত টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জনাব মনির হোসেন তালুকদার এবং বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম নুহু।

টুর্নামেন্ট ভেন্যুতে আজ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে ব্যাটে-বলে এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টিপিএল সিজন-৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দরা।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যাচ পরিচালক সিরাজুল ইসলাম হাওলাদার, সাংবাদিক জাহিদুল ইসলাম ও এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী এখনো অব্দি ১০ দলের অংশগ্রহণে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে আসন্ন টিপিএলে ।

টুর্নামেন্টের পরিচালকরা আরো জানান, উক্ত টুর্নামেন্টে অংশ নিতে এন্ট্রি ফি বাবদ প্রত্যেক দলকে গুনতে হচ্ছে ৪৯৯/- টাকা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি হিসেবে থাকবে মোবাইল হ্যান্ডসেট।
রানার্সআপ দলের জন্য প্রাইজমানি কি থাকবে সেটা নিশ্চিত ভাবে বলা না হলেও, আকর্ষনীয় পুরস্কার রাখার পরিকল্পনা আছে টুর্নামেন্ট পরিচালকদের।

টিপিএলের এবারের আসরের প্রচারণা ও টুর্নামেন্ট সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগের দায়িত্ব পালন করছেন আবির,মারুফ,মুকুল ও রবিউল।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর/বিশেষ প্রতিনিধি, বরিশাল।
‌‌

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »