নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের বিশ্বকাপটা কাটছে দুঃস্বপ্নের মতো।এখনো অব্দি চলতি আসরে চার ম্যাচের তিনটিতে হেরে বসে আছে দলটি।টুর্নামেন্টে তাদের বাকি আর পাঁচ ম্যাচ। সেগুলোর প্রত্যেকটিতে জিততে চান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষেও হার দিয়ে শুরু হয়েছিল ইংলিশদের বিশ্বকাপ মিশন।এরপর, বাংলাদেশের বিপক্ষে জিতলেও, পরপর হেরে বসে আছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিন হারে পয়েন্ট টেবিলের তলানির দিকে অবস্থান গতবারের চ্যাম্পিয়নদের। এমন অবস্থায় বাকি ম্যাচগুলোতে জেতা ছাড়া অন্য কোন বিকল্প নেই ইংলিশদের।
ইংলিশ কাপ্তান বাটলারও জয় চান বাকি সবগুলো ম্যাচে। এ সম্পর্কে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রোটিয়াদের বিপক্ষে হারটা আমাদের এমন এক জায়গায় নিয়ে এসেছে, যেখানে কোনো ভুলের সুযোগ নেই। সম্ভবত আমাদের এখন প্রতিটি ম্যাচই জিততে হবে। এই মুহূর্তে আমরা এই অবস্থানেই আছি।’