নিউজ ডেস্ক »
বাংলাদেশ নারী দলের অন্যতম সফলতম কোচ অঞ্জু জৈন এবার ভারতের একটি ঘরোয়া দলের কোচের দায়িত্ব পেয়েছেন। জানা গেছে ভারতের ঘরোয়া দল বরোদা নারী দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন অঞ্জু। অঞ্জুর সহকারী হিসেবে এই দলে যোগ দিয়েছেন দেবিকা পালশিখর।
এদিকে দায়িত্ব পেয়েই বরোদার নারী ক্রিকেটে পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অঞ্জু বলেন, ‘আমি দ্রুত সময়ের মধ্যে কাজে যোগ দিতে চাই। আমি মেয়েদের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করতে চাই এবং সেটা আমার কাজের মাধ্যমে। আমি আমার দলের মধ্যে আস্থার সম্পর্ক গড়তে চাই।’
অঞ্জু জৈন ও দেবিকা পালশিখর এই দুজনই এ বছরের মার্চে বাংলাদেশ নারী দলের দায়িত্ব ছেড়েছেন। ২০১৮ সালে বাংলাদেশ নারী দলের দায়িত্ব বুঝে নেন তারা। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ ফলাফল না আসায় কোচদের সাথে আর চুক্তি নবায়ন না করার কথা শোনা গিয়েছিলো।
তবে এ দুজনের হাত ধরে বেশ সাফল্যও পেয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ আর এর পেছনে এই দুজনের অবদান কম ছিলো না। বাংলাদেশের নারী ক্রিকেট দলের সেরা অর্জন এখন পর্যন্ত এই এশিয়া কাপই। এছাড়া দুবার অঞ্জুর হাত ধরে বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতেছে বাংলাদেশ।
নিউজক্রিকেট/দুর্জয়