নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টানা ৫ ম্যাচ হেরে অলিখিত ভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।কাগজে কলমের হিসেবে এখনো টিকে থাকলেও এটা এখন কেবল স্বান্তনা।
প্রতিপক্ষের সামনে লড়াইটুকু করতে পারছে না সাকিব আল হাসানের দল। তাতে প্রশ্ন উঠে আসছে দলের সামর্থ্য নিয়ে।দর্শক সমর্থকদের পাশাপাশি এবার সেই প্রশ্ন তুললেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
তিন ম্যাচ বাকি থাকতেই দলের এই অবস্থা দেখে ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশের ভক্তদের কাছে জানতে চেয়েছেন, সাকিব, তামিম, মুশফিকদের ব্যাচের পর আর কতজন বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে বাংলাদেশ?
ডাচদের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্শা ভোগলে লিখেছেন, ‘বাংলাদেশ নিজেদেরকে কিছু কঠিন প্রশ্ন করতে হবে। এখন থেকে কয়েক বছর পরে যেগুলো তাদের প্রয়োজন হতে পারে। বাংলাদেশের ভক্তরা, সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর কতজন প্রকৃত বিশ্বমানের খেলোয়াড় উঠে এসেছে, আপনাদের মতে?’