fbpx

‘বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছি’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে ক্রিকেট আবিষ্কারক ইংল্যান্ড। এই ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বিশেষত ফাইনাল ম্যাচে যেভাবে নিয়ন্ত্রণের সাথে ব্যাট করে সুপার ওভার পর্যন্ত নিয়ে গেছেন সেমতে ট্রফির কারিগর বেন স্টোকস।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দিয়ে অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে দলকে বিশ্বকাপ জিতিয়ে বেন স্টোকস বনে গিয়েছেন জাতীয় বীর। কিন্তু ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে এই বেন স্টোকসের ওভারেই চার বলে চার ছয় মেরে ট্রফি জিতে নিয়েছিল উইন্ডিজরা। আর কাঁদিয়ে দেয় বেন স্টোকস’সহ সকল ইংলিশ ভক্তদের।

কিন্তু এবার ইংলিশদের কাঁদতে হয়নি। ইংলিশদের জয়ের নায়ক বেন স্টোকস জানালেন তার সাফল্যের গল্প। ইংল্যান্ডের এক গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে তিনি শিক্ষা নিয়েছেন।

বেন স্টোকস বলেছেন, ‘‘আমি যখন ব্যাটিংয়ে ছিলাম তখন শেষ ওভারের সময় আমার মনে পড়ে যায় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের কথা। সে ম্যাচে মুশফিক ও রিয়াদের ছয় মারতে গিয়ে আউট হওয়ার কথা মনে পড়ে। আর তাই আমি কোনো বাউন্ডারি মারতে যাইনি। আমি এক ও‌ দুই রান নিয়ে এগিয়েছিলাম।’’

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »