বাংলাদেশ জাতীয় নারী দলের দক্ষিণ আফ্রিকা সফরের দিনক্ষণ চুড়ান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।যেখানে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে নিগার সুলতানার দল।

এই সটি-টোয়েন্টি দিয়ে সফর শুরু করবে টাইগ্রেসরা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৩ ডিসেম্বর। ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে হবে বাকি দুই ম্যাচ।

এছাড়া ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই সিরিজটি খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের সেরা ছয় দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়নশিপের ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »