নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি বিশ্বকাপে আজ নিজেদের ৫ম ম্যাচে উইন্ডিজদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি ফাইনাইলের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
সোমবার টন্টনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
এদিকে আইসিসির প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে ৮৬ পয়েন্ট নিয়ে টাইগারদের থেকে এক ধাপ এগিয়ে অবস্থান করছে ক্যারিবীয়রা। আর ৮৫ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে অবস্থান বাংলাদেশের। কিন্তু সাম্প্রতিক অতীত বিবেচনা করলেও ক্যারিবিয়ানদের চেয়ে বেশ এগিয়ে টাইগাররা।
বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিপক্ষে এখনও জয় না পেলেও শেষ ৯ বারের মুখোমুখি লড়াইয়ে উইন্ডিজকে ৭ ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। চলুন দেখে নেই বাংলাদেশ-উইন্ডিজ দলের ‘হেড টু হেড’ পরিসংখ্যান;
বিশ্বকাপে হেড টু হেড:
ম্যাচ: ৪টি;
বাংলাদেশ জয়ী: ০টি;
উইন্ডিজ জয়ী: ৪টি।
ওয়ানডেতে মুখোমুখি লড়াই:
মোট ম্যাচ: ৩৬টি;
বাংলাদেশ জয়ী: ১৩টি;
উইন্ডিজ জয়ী: ২১টি;
ড্র: ০টি;
ম্যাচ পরিত্যক্ত: ২টি।