বাংলাদেশে ভাল মানের স্পিনার রয়েছে তাই এখানে আসাঃ ভেট্টরি

নিউজ ডেস্ক »

নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার, সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি বর্তমানে বাংলাদেশের স্পিনারদের ধার বাড়াতে কাজ করছেন। এর আগে বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজ ভিত্তিক দলের প্রধান কোচের দায়িত্ব দায়িত্ব পালন করলে স্পিনার নিয়ে একান্তে কাজ করার আগ্রহ ছিল এই আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৫ উইকেটের মালিক এই বাহাতি স্পিনারের। তাছাড়া বাংলাদেশে ভাল মানের স্পিনার থাকায় তার আগ্রহ আরো বেড়ে যায় এবং তাদের কোচিং করানোয় মনোনিবেশ করেন।

গত বছরের শেষ দিকে ১০০ দিনের চুক্তিতে বাংলাদেশে আসার কারণ হিসেবে এসব কথা জানান ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই কিউই কিংবদন্তি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে।

ভেট্টরি জানান, ‘আমি এই চাকরিটা নিয়েছি কারণ আমি মূলত চাইছিলাম স্পিনারদের সঙ্গে আলাদাভাবে কাজ করতে। এর আগে আমি কাজ করেছি পুরো দল নিয়ে। তবে আমার মনে হচ্ছিল স্পিনারদের অবহেলা করছি। কিন্তু আমি তো তাদের নিয়েই কাজ করতে চাই।’

‘তাছাড়া আমি এটাও ভেবেছি, বাংলাদেশে যেসব স্পিনার দেখেছি তারা খুব ভাল মানের। তাই তাদের সাথে কাজ করার আগ্রহ বেড়ে যায় এবং বিসিবির ডাকে সাড়া দেই।’- সাথে যোগ করেন ভেট্টরি।

বাংলাদেশের স্পিনাররাও তার কাছ থেকে নতুন নতুন বোলিং টোটকা আয়ত্ব করছেন। বাহাতি স্পিনার তাইজুল ইসলাম টপ-স্পিন রপ্ত করছেন ভেট্টরির কাছ থেকে।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »