বাংলাদেশের সুপার ফোরের আশা বেঁচে থাকলো বড় জয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগারা। এই জয়ে সুপার ফোরে যাওয়া আশা বেশ ভালো ভাবেই টিকে থাকলো বাংলাদেশের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে নির্ধারতি ৫০ ওভারে ৫ উইকটে ৩৩৪ রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ২৪৫ রানে অলআউট হয় আফগানিস্তান। ম্যাচসেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ।

৩৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজের (১) উইকেটে তুলে নেন শরিফুল ইসলাম। ইব্রাহিম জাদরান ও রহমত শাহ্ দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রান যোগ করে প্রাথমিক চাপ সামাল দেন। রহমত শাহ্ ৩৩ রান করে তাসকিনের বলে আউট হন।

ইব্রাহিম ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটির দেখা পান। অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে আরও ৫২ রান ওযাগ করেন ইব্রাহিম। ৭৫ রান করে ইব্রাহিম হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন।

নাজিবুল্লাহ জাদরান ও হাসমতউল্লাহ চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়েন। নাজিবুল্লাহ ১৭ রান করে মিরাজের শিকারে পরিণত হন। হাসমতউল্লাহ ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি তুলে নেন। ৫১ রান করে দলীয় ১৯৬ রানে শরিফুলের বলে প্যাভিলিনের পথ ধরেন হাসমতউল্লাহ।

এরপর গুলবাদিন নাঈব (১৫), মোহাম্মদ নবী (৩) করিম জানাত (১) অল্প সময়ের ব্যবধানে আউট হলে ২২১ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। শেষ দিকে রশিদ খানের ১৫ বলে ৪৪ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ৪৪.৩ ওভারে ২৪৫ অলআউট হয় আফগানিস্তান। টাইগার বোলার তাসকিন ৪টি, শরিফুল ৩টি এবং হাসান মাহমুদ ও মিরাজ ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই ম্যাচ ওয়ানডেতে অভিষেক হয় শামীম হোসেন পাটোয়ারীর। ডু অর ডাই ম্যাচ। তাইতো শুরু থেকেই বেশ আগ্রাসি ব্যাটিংয়ে ছিলো দুই ওপেনার নাইম শেখ ও মেহেদী মিরাজ। তানজিদ হাসান তামিম একাদশ থেকে বাদ পড়ায় ওপেন করতে নামেন মিরাজ। দলীয় ৬০ রানে হয় ছন্দপতন। ব্যাক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন নাইম।

প্রথমবারে মতো তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ তাওহীদ হৃদয়্। শূন্য রানেই ড্রেসিংরুমে পা বাড়ান তিনি। এরপর নাজমুল শান্ত আর মিরাজের উইলোতে বড় সংগ্রহের দিকেই যায় টাইগাররা। আফগান বোলারদের রীতিমতো শাসন করতে থানে মিরাজ আর শান্ত। দারুণ ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। বাংলাদেশ ততোক্ষনে পেয়ে গেছে বড় সংগ্রহের ভিত। দলে স্কোর আড়াইশ ছাড়িয়েছে। মিরাজকে অবশ্য এরপর মাঠ ছাড়তে হয়। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ব্যক্তিগত ১১২ রান করে আঙ্গুলে ব্যথা পান তিনি।

অন্যদিকে শান্ত দারুণ ব্যাটিং করেন। মিরাজের মতো শান্তও ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন। শান্ত ১০৪ রান করে রান নিতে গিয়ে পা পিছলে পড়ে রান আউট হয়ে ফিরে যান। এরপর মুশফিকুর রহিম আর সাকিব আল হাসানের ঝড়ো গতির ব্যাটিংয়ে দলের স্কোর তিনশ ছাড়ায়। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩৩৪ রানে সংগ্রহ পায় বাংলাদেশ। মুশফিক১৫ বলে ২৫ ও সাকিব অপরাজিত ১৮ বলে ৩২ রান করেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »