বাংলাদেশের লক্ষ্য ৩৯৮

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৩৯৮ রানের বড় লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। চট্টগ্রাম টেস্ট বাঁচাতে শেষ দুই দিনে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে। তৃতীয় দিন শেষে আফগানিস্তানের লিড ছিল ৩৭৪ রানের। আজ ২৩ রান যোগ করে দ্বিতীয় ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ৩৯৮ রানের বিশাল লক্ষ্য পেয়েছে সাকিব বাহিনী।

চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল ২০ মিনিট এগিয়ে সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু বৃষ্টির বাধায় খেলা শুরু হয়েছে দুই ঘণ্টার বেশি সময় পর বেলা ১১টা ৫০ মিনিটে।

এদিকে এই ম্যাচ জিততে হলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে বাংলাদেশকে। পরিসংখ্যান ও ইতিহাস বলছে, ম্যাচটা বাংলাদেশের নাগালের বাইরে চলে গেছে। এই ম্যাচ বাঁচাতে হলে অসম্ভবের চেয়েও বেশি কিছু করতে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের।

চতুর্থ ইনিংসে বাংলাদেশের ৩০০ পেরোনো স্কোরই আছে তিনটি, যার তিনটিতেই বাংলাদেশ হেরেছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। আফগানদের বিপক্ষে জিততে হলে বাংলাদেশকে সব ইতিহাসই তাই নতুন করে লিখতে হবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »