বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কোহলি

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে জীবনের সব সুখ আনন্দ। এ প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে সকলের মুখের হাসি। এমন অবস্থায় খেলাধুলা থেকে শুরু করে সকল প্রকার বিনোদন ও রয়েছে বন্ধ। এ খারাপ মুহূর্তে অল্প সময়ের জন্য হলেও খানিক স্বস্তির পরশ দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল । লাইভ সেশনে এবার তাকে দেখা যাচ্ছে সঞ্চালকের ভূমিকায়।

একেএকে মুশফিক, রিয়াদ, মাশরাফি, রোহিত, সবাইকে তামিম তার লাইভে নিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে তামিমের লাইভে অতিথি হয়ে এসেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আড্ডার এক পর্যায় তিনি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।

কোহলি বলেন, ‘অবশ্যই আমি সবাইকে সুন্দর একটি ঈদের প্রত্যাশা করে শুভেচ্ছা জানাতে চাই ঈদ মোবারক।’ তিনি আরো বলেন ‘এটা এমন একটা সময় যেখানে সব ধরণের মানুষ একই কাতারে রয়েছেন। এই প্রার্থনাই করি, এই দুর্যোগ যেনো দ্রুত দূর হোক।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »