নিউজ ডেস্ক »
গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সাথে তিন টি-২০ ম্যাচের হোম সিরিজ স্থগিত করেছে শ্রীলংকা ক্রিকেট দল।
সাধারণভাবেই এই দুটি সিরিজ স্থগিত হওয়াই বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলংকা ক্রিকেট দল। তবে জুলাই মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লিস্টে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। এছাড়া ভারতের সাথেও জুনে ওয়ানডে এবং টি-২০ সিরিজ রয়েছে। এখনো পর্যন্ত এই দুটি সিরিজ বাতিল হয়নি তাইতো লঙ্কান ক্রিকেট বোর্ড তাকিয়ে আছে এই সিরিজ দুটির দিকে। তাইতো এই দুটি সিরিজ আয়োজনে এখনো আশাবাদি শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
এসএলসি’র সিইও অ্যাসলে ডি সিলভা ক্রিকইনফোকে জানিয়েছেন, আমরা ভারত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এসব ব্যাপারে আলোচনা করেছি এবং তাদের সম্মতির অপেক্ষায় রয়েছি। শ্রীলংকা সরকার এই সিরিজ দুটিকে সামনে রেখে ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।
বাংলাদেশ সময়: ৮:০০
নিউজক্রিকেট/এসএস