fbpx

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

শুরু হয়ে গিয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। গত বৃহস্পতিবার ১লা আগষ্ট অ্যাশেজ সিরিজের মধ্যে দিয়ে উদ্বোধন হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের। এই টেস্ট চ্যাম্পিয়নশিপটি চলবে ২ বছর পর্যন্ত। এই টূর্ণামেন্টে অংশ‌ নিচ্ছে ৯টি দল। দলগুলো হচ্ছে: অষ্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। বাংলাদেশের এই টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে নভেম্বরে ভারতের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে।

এই মর্যাদাপূর্ণ টূর্ণামেন্টে বাংলাদেশ মোট ৬টি দলের সঙ্গে খেলবে। দলগুলো হলো: ভারত, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই টূর্ণামেন্টে বাংলাদেশ সর্বমোট ১৪টি ম্যাচ খেলবে। ৬টি দলের মধ্যে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে ৩টি সিরিজ ও ঘরের বাইরে ৩টি সিরিজ। এর মধ্যে ঘরের মাঠে খেলবে অষ্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ঘরের বাইরে খেলবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। এর মধ্যে বাংলাদেশ ভারত, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে ২ ম্যাচ সিরিজ খেলবে এবং শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ৩ ম্যাচ সিরিজ খেলবে। দুই বছর ব্যাটিং এই টূর্ণামেন্টে সর্বমোট ২৭টি সিরিজ অনুষ্ঠিত হবে এবং ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২১ সালে জুন মাসে ইংল্যান্ডের লর্ডসে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

চলুন এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ দলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি:

১. প্রতিপক্ষ: ভারত, নভেম্বর; ২০১৯, ভেণ্যু: ভারত, ম্যাচ: ২

২. প্রতিপক্ষ: পাকিস্তান, জানুয়ারি; ২০২০, ভেণ্যু: সংযুক্ত আরব আমিরাত, ম্যাচ: ২

৩. প্রতিপক্ষ: অষ্ট্রেলিয়া, ফেব্রুয়ারি; ২০২০, ভেণ্যু: বাংলাদেশ, ম্যাচ: ২

৪. প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, জুলাই; ২০২০, ভেণ্যু: শ্রীলঙ্কা, ম্যাচ: ৩

৫. প্রতিপক্ষ: নিউজিল্যান্ড, আগষ্ট; ২০২১, ভেণ্যু: বাংলাদেশ, ম্যাচ: ২

৬. প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ, জানুয়ারি; ২০২১, ভেণ্যু: বাংলাদেশ, ম্যাচ: ৩

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »