নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠেছে ভারত। লঙ্কানদের ৪১ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। আগে ব্যাচ করেতে নেমে ২১৩ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভারতের এই জয়ের ফলে কাগজে কলমে বাংলাদেশের ফাইনাল খেলার আশাটুকুও শেষ হয়ে গেলো। অর্থাৎ এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা বেশ ভালোই হয়। উদ্বোধনী জুটি আসে ৮০ রান আসে রোহিত ও শুবম্যান গিলের ব্যাট থেকে। শুবম্যান ১৯ রান করে আউট হন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ভিরাট কোহলি ৩ রান করে বিদায় নেন। ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম ফিটরি দেখা পান রোহিত। এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১০হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রোহিত। ৫৩ রান করে আউট হন রোহিত।
তৃতীয় উইকেট জুটিতে লোকেশ রাহুল ও ইশান কিশান ৫৩ রানের জুটি গড়েন। রাহুল ৩৯ রান কেরে দলীয় ১৫৪ রানে আউট হন। এরপরই হয় হয় ছন্দপতন। ইশান ৩৩, পান্ডিয়া ৫ ও জাদেজা ৪, বুমরাহ ৫ ও যাদব ০ রানে আউট হলে ১৯৭ রানে ৯ উইকেটে হারায় ভারত। এরপর বৃষ্টিার কারণে খেলা কন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে খেলা আবার শুরু হলে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয় ভারত। লঙ্কান বোলার পাথিরানা ৫টি ও আসালাঙ্কা ৪টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। সপ্তম উইকেট জুটিতে ধনঞ্জয়া ও ভেল্লালেগের ব্যাটে জয়ের আশা বাঁচিয়ে তোলে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ৪১ রান করে আউট হলে ভাঙ্গে ৬৩ রানের জুটি। ভেল্লালেগকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। লঙ্কান লোয়ার অর্ডারকে আর বেশিক্ষন টিকতে দেননি ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে ১৭২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ভেল্লালেগে ৪২ রানে আপরাজিত থাকেন। ভারতের যাদব ৪টি এবং বুমরাহ ও জাদেজা ২টি করে উইকেট নেন।
আরএ/নিউজক্রিকেট২৪