https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হয় বিশ্বকাপের আরেক ফেভারিট ভারতের। শুরুতে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের ১৪তম ওভারে বোলিংয়ে আসেন স্পিনার অ্যাডাম জাম্পা। আর ওই ওভারেই তার সন্দেহজন আচরণের ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
Whats in the pocket Zampa??? Are Australia upto old tricks again? pic.twitter.com/MPrKlK2bs9
— Peter Shipton (@Shippy1975) June 9, 2019
যেখানে অনেকেই দাবি করেছিলেন বল টেম্পারিংয়ে জড়িয়েছেন জাম্পা। তবে আদতে সেটা হয়নি। জাম্পার কাণ্ডের সদুত্তর দেন অজিদের অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। তিনি জানান জাম্পা সবসময়ই পকেটে হ্যান্ড ওয়ার্মার রাখেন।
ফিঞ্চ বলেন, সেই ঘটনার ছবি এখনও আমার দেখা হয়নি। তবে আমি জানি যে জাম্পা সবসময় পকেটে হ্যান্ড ওয়ার্মার রাখে। সব ম্যাচেই তার পকেটে এটা থাকে। এর বেশি কিছু আসলে আমি বলতে পারবো না।
জাম্পার সেই সন্দেহজনক কাণ্ডের জন্য ম্যাচ অফিশিয়ালরাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি।