নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জনপ্রিয় ক্রিকেট সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো বর্ষসেরা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন। গত বছরে সেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের পুরস্কার জিতলেন মিরাজ। সেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার জিতেছেন এবাদত।
ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই সিরিজে ব্যাট হাতে দলকে দারুণ এক জয় এনে দেয় মিরাজ। প্রথম ম্যাচে দারুণ খেলার পরে দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক সেঞ্চুরি করেন তিনি।
সে ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দেন এই টাইগার অলরাউন্ডার। ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের কারণেই এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন এ তরুণ ক্রিকেটার।
২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বল-ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন মিরাজ। যেখানে ব্যাট হাতে লোয়ার অর্ডারে নেমে ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন তিনি। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে ২৪ উইকেট শিকার করেছেন মিরাজ। যেখানে রান দিয়েছেন ৬৭৭, বল করেছেন ৭৪৬টি। প্রতি ২৮ বল অন্তর ১টি করে উইকেট নিয়েছেন।
অন্যদিকে, টেস্ট ক্রিকেটে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। গত বছর মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন ডানহাতি এই পেসার। ওই টেস্টে দলকে কিউইদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ এনে দেন এবাদত। যার ফলে ইবাদতকে বোলিংয়ে বছর সেরার স্বীকৃতি দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
এস.আর/নিউজক্রিকেট২৪