নিউজ ডেস্ক »
ভারতীয় পেস বোলিং অ্যাটাক এখন যেকোনো দেশের জন্যই ভয়ংকর। আর টেস্ট ক্রিকেটে সেটা যেনো আরো বড় কিছু। মোহাম্মদ শামি, বুমরাহ, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের নিয়ে গড়া পেস বোলিং ইউনিট বিশ্বের যেকোনো দেশের ব্যাটিং স্তম্ভকে গুড়িয়ে দিতে সক্ষম তা ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা। নিয়মিত ১৪০+ গতিতে বোলিং সাথে দূর্দান্ত বাউন্সার আর সুইংয়ে নাজেহাল করেছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। আর তাই ‘প্রিন্স অব কলকাতা’ ভারতের সাবেক অধিনায়ক বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মনে করেন ভারতের বর্তমান বোলিং লাইনআইপ ভারতের ইতিহাসের সবচেয়ে সেরা বোলিং ইউনিট। পূর্বে শ্রীনাথ, জহির খান, আশীষ নেহেরারা থাকলেও একসাথে ইউনিট হিসেবে এমন শক্তিশালী বোলিং লাইনআপ কখনোই পায়নি ভারত।
বাংলাদেশ-ভারত সিরিজে ১ টি টি-২০ ম্যাচ বাংলাদেশ জিতলেও সিরিজ নিজেদের করে নেয় ভারত। তবে টেস্ট সিরিজে এই বোলিং ইউনিটের সামনে দাঁড়াতেই পারেনি কোনো টাইগার ব্যাটসম্যান। শামি, যাদব, ইশান্তরা দূর্দান্ত সব বাউন্সার আর সুইংয়ে নাজেহাল করেছেন টাইগার ব্যাটসম্যানদের। এই অবস্থা শুধু বাংলাদেশের বিপক্ষেই নয় বিশ্বের অন্যান্য সব দেশকেও এই পেস ইউনিট বেশ ভুগিয়েছেন। গত তিন বছরে শামি, ইশান্ত, বুমরাহ, যাদব মিলে নিয়েছেন ৩৩৩ উইকেট। শুধু বিশাল উইকেট সংখ্যাই নয়, ২৪ এর নিচে থাকা গড় প্রমাণ করে কতটা ভয়ংকর ভারতের এই বোলিং ইউনিট। আর তাই ‘প্রিন্স অব কলকাতা’ ভারতের এই বোলিং ইউনিটকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন।
তিনি বলেন, ‘সার্বিক ভাবে এটাই আমাদের (ভারতের) সেরা পেস আক্রমণ। অতীতে আমাদের কপিল দেব, শ্রীনাথ, জাহির খানের মতো গ্রেট পেসাররা ছিল। কিন্তু একটা গ্রুপ হিসেবে এমন আক্রমণ ছিল না। প্রধান গ্রুপের বাইরেও নবদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা এ দলের হয়ে ভাল খেলছে। পার্থক্যটা হচ্ছে, এখন আর কোন তিন বোলারকে খেলাতে হবে, তা নিয়ে চিন্তা করতে হয় না। প্রত্যেকেই খুব ভাল বল করছে।’
নিউজক্রিকেট/এইচএএম