নিউজ ডেস্ক »
করোনাভাইরাসের পাশাপাশি পুরো বিশ্ব এখন বর্ণবাদ নিয়ে বেশি মেতে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যার পর মানুষ এটা নিয়ে বেশি আলোচনা করছে। অনেকেই এই বৈষম্য রুখতে প্রতিবাদ করে যাচ্ছেন। সে দলে এক এবার যোগ হলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জফরা আর্চার।
সম্প্রতি আর্চার ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মেইলে তার একটি কলাম প্রকাশ করেছেন। সে কলামে তিনি জানান, বর্ণবাদ কখনই মেনে নেয়া যায়না। এটির বিরুদ্ধে মানুষদের প্রতিবাদ করার আহবান জানান তিনি। আর্চার তার কলামে লিখেন, ‘আমি এমন একজন মানুষ যে সব সময় কথা বলার জন্য চেয়ে থাকি৷ বিশেষ করে এমন কথা যেগুলো আমাকে কষ্ট দেয় কিংবা বিরক্ত করে। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এসব ব্যাপার চেপে রাখা উচিত না। বর্ণবাদকে কখনো মেনে নেয়া যায়না।’
আর্চারেরও তিক্ত কিছু অভিজ্ঞতা আছে এই বর্ণবাদ নিয়ে। গত বছর নিউজিল্যান্ড সফরে গ্যালারি থেকে তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। যদিও এরপর তার কাছ থেকে ক্ষমা চাওয়া হয়। আর সাদা কালো বৈচিত্রের প্রশংসা করে আরো লিখেন, ‘আমরা সবাই একই দেশে বসবাস করি। আপনি ইংরেজ হলে অন্য সবার মত আপনারও সব কিছুর উপর অধিকার আছে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত ২৫ মে এই পুলিশ জর্জ ফ্লয়েডকে অপরাধী ভেবে পা দিয়ে চেপে মেরে ফেলে। অনেকেরই ধারণা তিনি এটি ইচ্ছে করেই হত্যা করেছে বর্ণ বিদ্বেষে। আর্চারের মত অনেক ক্রিকেটার এই বৈষম্যের বিরুদ্ধে নিজেদের আওয়াজ তুলেছেন।
নিউজক্রিকেট /রীম