নিউজ ডেস্ক »
আমেরিকার অঙ্গরাজ্যের বাসিন্দা সাবেক বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েডের মৃত্যুর ফলে বিক্ষোভে উত্তাল গোটা আমেরিকাসহ সারাবিশ্বের কৃষ্ণাঙ্গদের। তাদের অভিযোগ জর্জ ফ্লয়েডকে ২৫’শে মে রাতে শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চওভিন তাকে নিয়ে শারীরিক নির্যাতন করেন। যদিও ময়নাতদন্তের ফলে জানা যায় জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছে শ্বাসকষ্টের করণেই। তবুও এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন ক্রিকেটাররা।
ক্যকরিবিয়ান তারকা ক্রিস গেইল সোশ্যাল মিডিয়ায় তার ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও আইসিসি সহ সকল ক্রিকেট বোর্ডকে এই বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য আহবান জানিয়েছেন ক্যারিবিয়ান সাবেক অধিনায়ক ড্যারেন সামি। নিজের ভেরিফাইড টুইটারে একাধিক পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশসহ সকলকে কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। এসময় সামি বলেন,’ আইসিসি এবং সকল ক্রিকেট বোর্ড আপনারাকি আমার মত মানুষদের সাথে কি ঘটছে দেখছেননা? আপনারা কি আমাদের বিরুদ্ধে যে সামাজিক অবিচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলবেননা? এটা শুধু আমেরিকাতেই নয়। এটি ঘটে প্রতিনিয়তই। এটা চুপ থাকার সময় নয়৷ আমি আপনাদের (বক্তব্য) শুনতে চাই।’
এছাড়াও কৃষ্ণাঙ্গদের সমস্যা নিয়ে তিনি লেখেন, ‘দীর্ঘকাল ধরে কালো মানুষ এই যন্ত্রনা ভোগ করেছেন। আমি সেন্ট লুসিয়ায় আছি এবং আমি হতাশ হয়ে পড়েছি যদি আপনি আমাকে সতীর্থ হিসাবে দেখেন তবে আপনি জর্জি ফ্লয়েড দেখতে পাচ্ছেন আপনি কি আপনার সমর্থন দেখিয়ে পরিবর্তনের অংশ হতে পারেন?’
বাংলাদেশ সময়ঃ ১:৩০ পিএম
নিউজক্রিকেট/কেএমএইচ