বর্ণবাদ নিয়ে প্রতিবাদ লোক দেখানোঃ ব্রাথওয়েট

নিউজ ডেস্ক »

গত মে মাসে আমেরিকার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লোয়েডকে হাঁটু পিষে মেরে ফেলা হয় বর্ণবাদের কারণে। এরপর আমেরিকা থেকে শুরু করে সারাবিশ্বে বর্ণবাদ নিয়ে প্রতিবাদ শুরু হয়। ফুটবলে কোনো খেলা শুরু হলে সবাই হাঁটু গেরে প্রথমে বসে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ দেখায়। উইন্ডিজ-ইংল্যান্ড সিরিজেও বর্নবাদের প্রতিবাদের হিসেবে তাদের জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো পড়বে।

কিন্তু এইসব প্রতিবাদকে উইন্ডিজ তারকা ক্রিকেটার কার্লোস ব্রাথওয়েট মনে করে লোক দেখানো। এসব প্রতিবাদ বর্ণবাদকে পরিবর্তন করতে পারবেনা। পরিবর্তন করতে হলে পরিবির্তন করতে হবে সমাজের দৃর্ষ্টিভঙি। ব্রাথওয়েট বলেন, ‘হার্টু ভেঙে বসে, খেলায় ব্যাচ পড়ে বর্ণবাদ পরিবর্তন করা যাবেনা৷ এটি পরিবর্তন করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। এসব প্রতিবাদ আমার কাছে লোক দেখানো মনে হয়৷ এসব প্রতিবাদ করে কিছুদিন থামবে সব। কিন্তু আবার সব পরবর্তীতে শুরু হয়ে যাবে। সমাজের দৃর্ষ্টিভঙি পরিবর্তন আনতে হবে। কেবল এটি দূর করা যাবে।’

পুরো বিশ্বে এই বর্ণবাদ ছড়িয়ে আছে বলে মনে করেন ব্রাথওয়েট। তিনি বলেন, ‘আমি প্লেনে না কোথাও দাঁড়ি ওয়ালা কাউকে দেখলে কেন ভেবে বসি সে সন্ত্রাসী? কিনবা কালো কাউকে দেখলেই কেন ভেবে বসি সে চোর। আমাদের এসব চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে।’

তবে ইংল্যান্ডের মত দেশে বর্ণবাদ কমে এসেছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘ইংল্যান্ড বিশ্বকাপের আগে জফরা আর্চারকে দলে সুযোগ দিয়েছে। আমি আগে মনে করতাম ইংল্যান্ড বর্ণবাদী দেশ ছিলো। কিন্ত তারা এখন সেসব থেকে সরে আসছে।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »