নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের সাথে বাংলাদেশকে আরও একটা ধাক্কা দিয়ে যায় ঘূর্ণিঝড় আম্পান। এ যেন ছিলো মরার উপর খাড়ার ঘাঁ। এতে বেশ কিছু পরিবার অসহায় হয়ে পড়েন। খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হলেও বন্যা কবলিত এলাকায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছিলো। এবার সেই সুপেয় পানির ব্যবস্থা করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল।
ঘূর্ণিঝড় আম্পানের ধাক্কায় বাঁধ ভেঙে পানি চলে আসায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছিলো সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলগুলোতে। পানিবাহিত রোগও বাড়ছিলো হুহু করে। বিষয়টি জানতে পেরে তামিম ইকবাল এবং জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার মিলে সে এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন। এসময় বন্যা কবলিত এলাকা সাতক্ষীরার শ্যামনগরে ৬টি পানির ট্যাংক উপহার দেন৷ তাতে একসাথে প্রায় ১৫’শ লিটার পানি ধারণ করে রাখা যাবে। যার ফলে প্রায় ১ হাজার পরিবার প্রতিদিন বিশুদ্ধ পানি পাবে বলে ধারণা করা যায়।
এছাড়াও বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে বরাবরই এগিয়ে আসছেন তামিম ইকবাল। নিজেদের বেতনের ৫০ শতাংশ করোনা ভাইরাস মোকাবেলায় দান থেকে শুরু করে নাজমুল হোসেন অপুর সাথে মিলে নারায়ণগঞ্জের অসহায় মানুষদেরও সাহায্য করেছেন তিনি। মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন অসহায় পরিবারদের ঈদের উপহারও দিয়েছেন এই ক্রিকেটার।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ