বড় লিড নিয়ে থামলো ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লর্ডস টেস্টে উইন্ডিজকে ১২১ রানে অলআউট করার পর ৩৭১ রানে অলআউট হয়ে ২৫০ রানের লিড নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন ওপেনার জ্যাক ক্রলি।

৩তিন ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্টে লর্ডসে টসে হেরে ব্যাট করতে নামে উইন্ডিজ। অভিষিক্ত পেসার অ্যাটকিনসনের তোপে পড়ে ৪১.৪ ওভারে মাত্র ১২১ রানে অলআউট হয় উইন্ডিজ। সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার মিকাইল লুইস। আটকিনসন ৭ উইকেট শিকার করেন। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা এন্ডারসন ১ উইকেট শিকার করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ক্রলির ৭৬, জেমি স্মিথের ৭০, ওলি পোপের ৫৭ ও ব্রুকের ৫০ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৩৭১ রান করে ইংল্যান্ড। উইন্ডিজের হয়ে ৪ উইকেট শিকার করেন জেইডেন সিলস। ২টি করে উইকেট শিকার করেন। জেসন হোল্ডার ও গুদাকেশ মুতি।

২৫০ রানে পিছিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমেছে উইন্ডিজ। ইনিংস পরাজয় এড়াতে হলে ২৫১ রান করতে হবে ক্যারিবিয়ানদের। কিংবদন্তী এন্ডারসনের বিদায়ী টেস্টে ইংলিশ বোলারদের রুখে দিয়ে লিড নিতে পারে কিনা উইন্ডিজ, তাই এখন দেখার বিষয়।

ইংলিশ পেসার এন্ডারসন আর মাত্র ২ উইকেট শিকার করলেই ৩য় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার উইকেট শিকারের রেকর্ড গড়বেন। এর আগে এই কীর্তি গড়েন মুরালিধরণ ও শেন ওয়ার্ন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »