নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত বছর কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার অনুসন্ধানমূলক এক প্রতিবেদনে ফাঁস হয় লঙ্কান ক্রিকেটারদের কেলেঙ্কারির খবর। তৎকালীন ক্রিকেট পাড়ায় হৈচৈ ফেলে দেয়া ঘটনায় আইসিসি থেকে নিষেধাজ্ঞা দেয়া হয় অভিযুক্ত ক্রিকেটারদের। অন্যদিকে তথ্য গোপনের অভিযোগে নিষিদ্ধ করা হয় সাবেক লঙ্কান গ্রেট সনাথ জায়াসুরিয়াকেও।
এতসব ঘটনার পর লঙ্কান ক্রিকেট বোর্ডের রাজনৈতিক হতক্ষেপের ফলে টালমাটাল অবস্থা হয় তাদের ক্রিকেটের। এরই মধ্যে নতুন করে অভিযোগ উঠলো আরও দুই সাবেক লঙ্কান ক্রিকেটারের উপর।
জানা যায় আরব আমিরাতে গত বছরে অনুষ্ঠিত হওয়া টি-১০ ক্রিকেট লিগে পক্ষপাতিত্ব করার অভিযোগে নিষিদ্ধ করা হচ্ছে এই দুই ক্রিকেটারকে। তারা হলেন নুয়ান জয়সা ও অভিষকা গুনাবর্ধনে।
নির্দিষ্ট একটি দলকে জয়ের জন্য প্রভাবিত করা এবং পক্ষ পাতিত্বের অভিযোগে আইসিসি সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে তাদের। অবশ্য দুই সপ্তাহ সময় রয়েছে এই দুই ক্রিকেটারের আত্মপক্ষ সমর্থন করা এবং আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে তথ্য দিয়ে সহায়তা করার। অন্যথায় সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন এই দুই ক্রিকেটার।