নিউজ ডেস্ক »
করোনা ভাইসের কারণে মাঠের ক্রিকেট বন্ধ৷ কয়েকটি দেশে অনুশীলনের অনুমতি থাকলেও সেটা নির্দিষ্ট ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ। এসময় নিজের ফিটনেস ধরে রাখতে বক্সিং অনুশীলনে মন দিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়া।
মাঠের ক্রিকেট কিংবা অনুশীলন শুরু হলেও শ্রীলঙ্কায় কারও জন্যই নেই জিম সুবিধা। ফিটনেস ঠিক রাখতেই কিনা বিকল্প পদ্ধতি ভাবতে হচ্ছে ক্রিকেটারদের। তাই এবার সেই বিকল্প পদ্ধতির দিকেই হাটলেন এই লংকান। স্থানীয় একজন বক্সারকে নিয়ে পার্কে সকলের সামনেই বক্সিং শুরু করেছেন শরীর চর্চার অংশ হিসেবে।
সম্প্রতি এক সংবাদ সংস্থা এএফপিতে একটি ছবির মাধ্যমে বক্সিং খেলতে দেখা যায় এই সাবেককে। ব্যাট প্যাড কিংবা জিম কোনটিরই সুযোগ না থাকায় ফিটনেস ধরে রাখতে এটিই ছিলো জয়াসুরিয়ার কাছে একমাত্র অবলম্বন। আর সেটিই করলেন তিনি। শ্রীলঙ্কাতে জিম চালু হওয়ার আগে পর্যন্ত এভাবেই নিজের ফিটনেস ধরে রাখতে হবে বৈ কি।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ