ফিটনেস আর ফর্ম যতদিন থাকবে খেলা চালিয়ে যাবোঃ নাদিফ চৌধুরী

সাকিব শাওন »

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাদিফ চৌধুরী। খেলেছেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আন্তর্জাতিক ক্যারিয়ার টি- টোয়েন্টিতেই থেমে গেছে। ওয়ানডে স্কোয়ার্ডে ডাক পেলেও অভিষেক হয়নি তার। নাদিফ চৌধুরীর ইচ্ছা রয়েছে ঘরোয়াতে ভালো করে আবার জাতীয় দলে ফেরার।

বর্তমানে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে মাঠের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরা সবাই ঘরবন্দী অবস্থায় রয়েছেন। এই হোম কোয়ারান্টাইনের সময়টাতে ক্রিকেটার নাদিফ চৌধুরীকে মুঠোফোনে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। ক্যারিয়ার সহ ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে নাদিফের সাথে কথা বলেছেন নিউজ ক্রিকেট ২৪ ডট কমের প্রতিবেদক সাকিব শাওন

নিউজ ক্রিকেটঃ কোয়ারেন্টাইনের ঈদ কেমন কাটলো?

নাদিফ চৌধুরীঃ আসলে এবারের ঈদটা সম্পূর্ণ আলাদা। বাসাতেই ছিলাম, বাচ্চার সাথে সময় কাটিয়েছি। এতো লম্বা সময় ত কখনো বাসাতে থাকা হয় না। সেক্ষেত্রে বাবা, মা, পরিবারের সবার সাথেই একটা ভালো সময় কাটিয়েছি।

নিউজ ক্রিকেটঃ ফিটনেস নিয়ে কি কোন কাজ করছেন?

নাদিফ চৌধুরীঃ হ্যাঁ ছোটখাটো কাজ তো করতেই হয়। তবে রোজার মধ্যে কম করেছি এখন আবার কাজ শুরু করেছি। দৌড়াদৌড়ির তেমন জায়গা না থাকায় সিঁড়িতেই উঠানামা করছি বারবার। সবকিছু মিলিয়ে যতটুকু সম্ভব বাসার মধ্যে কাজ করা তার সবকিছুই করছি।

নিউজ ক্রিকেটঃ টি-২০ ফরম্যাটে দিয়ে অভিষেক আপনার তারপর আর কোন ফরমেটে সুযোগ হলো না এর কারণ কি বলে আপনি মনে করেন?

নাদিফ চৌধুরীঃ আমি শুরুতেই আক্রমণাত্বক ব্যাটিং করতাম যার ফলে টি-২০ তে সুযোগ হয় আমার। বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে চোখে পড়ার মতো পারফরমেন্স করতে পারি নাই যার কারণে পরে দলে সুযোগ হয়নি। তবে মোটামুটি পারফরমেন্স এখনো করে যাচ্ছি। ওই সময় যদি আরেকটু সুযোগ পেতাম তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম দলের জন্য।

নিউজ ক্রিকেটঃ বর্তমানে খেলার জন্য কতটা পরিশ্রম করছেন?

নাদিফ চৌধুরীঃ সত্যি বলতে পরিশ্রম কখনো বেশি আমি করিনি। একদম করিনি তা নয়, আমার মনেহয় অন্য ক্রিকেটারদের থেকে জীবনে পরিশ্রম আমি একটু কমই করেছি। এখন চেষ্টা করছি নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করার।

নিউজ ক্রিকেটঃ ক্রিকেটার হওয়ার পেছনে পরিবারের অবদান কতটুকু?

নাদিফ চৌধুরীঃ অনেক অনেক অবদান পরিবারের।আমার আব্বা ফুটবলার ছিলেন। আব্বার সাথে মাঠে যেতাম ক্রিকেট খেলা দেখতে। তখন থেকেই ইচ্ছা জেগেছিলো ক্রিকেটার হওয়ার। এরপর বিকেএসপিতে সুযোগ পেলাম। তারপর একসময় জাতীয় দলে পুরো সময়টাতেই পরিবারের সাপোর্ট সবসময় পেয়েছি আমি।

নিউজ ক্রিকেটঃ দেশের মধ্যে কোন ক্রিকেটারের খেলা দেখতে ভালো লাগে আপনার?

নাদিফ চৌধুরীঃ লিটন দাস, সেটা এখন থেকেই না ওর বয়স যখন ১৬/১৭ তখন থেকেই ওর খেলা ভালো লাগতো আমার। ওর যতটুকু ভালো পারফর্ম করার যোগ্যতা রয়েছে সেটা এখনো সে করতে পারছে না। আমি আশা করবো লিটন আরো ভালো করবে এবং ভবিষ্যতে বড় খেলোয়াড় হবে।

নিউজ ক্রিকেটঃ সতীর্থদের যখন জাতীয় দলে খেলতে দেখেন তখন কি কোন খারাপ লাগা কাজ করে আপনার?

নাদিফ চৌধুরীঃ হ্যাঁ অবশ্যই খারাপ ত একটু লাগেই। যাদের সাথে খেলেছি তারা এখনো দলে রয়েছে আর আমি বাইরে রয়েছি। মনে হয় আরেকটু পরিশ্রম করলে আমি আরো ভালো পজিশনে থাকতে পারতাম।

নিউজ ক্রিকেটঃ নিজে আরো কত বছর খেলা চালিয়ে যেতে চান?

নাদিফ চৌধুরীঃ আরো কতদিন খেলবো এটা নিদিষ্ট করে বলা অনেক কঠিন তবে ফিটনেস, ফর্ম যতদিন থাকবে আমি ক্রিকেট খেলে যাবো। যখন নিজের কাছেই মনে হবে আমি আর পারছি না তখন ছেড়ে দিবো খেলা।

নিউজ ক্রিকেটঃ ক্রিকেটার না হলে কি হতেন?

নাদিফ চৌধুরীঃ আসলে এটা কখনো চিন্তাই করিনি কারণ ছোটবেলা থেকেই আমি ক্রিকেট খেলি। যখন নিজে সবকিছু বুঝতে শিখেছি তখন থেকেই ত ক্রিকেট খেলি। যে কারণে অন্য কোন চিন্তা মাথাতে আসেনি কখনো।

নিউজ ক্রিকেটঃ আবার যদি সুযোগ আসে তাহলে কোন ভুলটি শুধরে নিতে চাইবেন?

নাদিফ চৌধুরীঃ অন্য কিছুই না শুধু নিজে একটু পরিশ্রমী হতে চাইবো।

নিউজ ক্রিকেটঃ বর্তমানে জাতীয় দলে ফেরার জন্য কি কোন পরিকল্পনা রয়েছে?

নাদিফ চৌধুরীঃ আসলে মানুষের জীবন পরিবর্তন হতে খুব বেশী সময় লাগে না। সেক্ষেত্রে আমি ঘরোয়াতে যদি নজর কাড়া পারফর্ম করতে পারি তাহলে হয়তো আবার দলে সুযোগ পেতে পারি। আমি জানি এটা আমার জন্য খুব সহজ বিষয় না অনেক কঠিন। তবে আশা রাখি কোন কিছুই অসম্ভব না।

নিউজ ক্রিকেটঃ জীবনের কোন ইচ্ছাটি আপনার অপূর্ণ থেকে গেছে?

নাদিফ চৌধুরীঃ দেশের হয়ে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলতে না পারার অপূর্ণতা রয়ে গেছে আমার। যদিও ওয়ানডে দলে ডাক পেয়েছি তবে অভিষেক হয়নি।

নিউজ ক্রিকেটঃ দীর্ঘদিন পর যখন ক্রিকেট মাঠে ফিরবে তখন ক্রিকেটারদের জন্য কি কোন চ্যালেঞ্জ থাকবে?

নাদিফ চৌধুরীঃ অবশ্যই চ্যালেঞ্জ হবে। কারণ ব্যাট বল ছাড়া এতোদিন কেউ কখনো থাকেনি। ফিটনেস নিয়ে কারো কোন সমস্যা হবে না আশাকরি। এখন একটাই চাওয়া দ্রতুই যেনো পৃথিবী আগের মতো সুস্থ হয়ে উঠে।

নিউজ ক্রিকেটঃ নিউজ ক্রিকেট ২৪ ডটকমকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।

নাদিফ চৌধুরীঃ আপনাকেও অনেক ধন্যবাদ এবং একই সাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদের জানাই ঈদের শুভেচ্ছা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »