https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপরা বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর উপস্থিতি জানান দিয়ে থাকেন বিভিন্ন ফেসবুক পোস্ট কিংবা টুইট বার্তা দিয়ে।
জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক ক্রিকেট নিয়ে হয়তো একটু বেশিই গবেষণা করে থাকেন। তাই হয়তো ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করে থাকেন। এবার আকাশ চোপরার করা দুটি ভবিষ্যদ্বাণী একদম হুবহু মিলে যাওয়াতে এতে ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন অনেকেই!
Wicket after the time-out? In a couple of overs….Tahir to dismiss Rana?? Let’s find out ☺️ #KKRvCSK #IPL
— Aakash Chopra (@cricketaakash) April 14, 2019
আইপিএলের ২৯ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হওয়া কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান নিতিস রানা আউট হতে যাচ্ছেন স্ট্র্যাটিজিক টাইম আউটের পর। তাও চেন্নাই বোলার ইমরান তাহিরের বলে! এমন ভবিষ্যদ্বাণী করার পর তা মিলেও গেলে একদম কাঁটায় কাঁটায়!
আকাশ চোপরার এমন টুইটের পর যখন একে একে দুই মিলে যায় তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে, ফিক্সিং করছেন নাতো আকাশ?