ফাইনালে যেতে মাঝারী লক্ষ্য চেন্নাইর সামনে

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে রীতিমত খাবি খেয়েছে দিল্লির ব্যাটসম্যানরা। তবে শেষ ওভারে রবিন্দ্র জাদেজার ১৬ রানে বিলানোয় মাঝারী সংগ্রহ পেয়েছে দিল্লি।

ওপেনিং জুটিতে ২১ রান তোলার পর পৃথ্বী শ’র বিদায় দিয়ে উইকেট বিলাতে শুরু করে দিল্লি। একের পর এক ব্যাটসম্যানের ধারাবাহিক বিদায়ে নির্ধারিত ২০ ওভারে দিল্লির রান গিয়ে ঠেকেছে ১৪৭এ।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান এসেছে রিশাব পান্তের ব্যাট থেকে। তাছাড়া কলিন মুনরো ২৭ এবং শিখর ধাওয়ান করেন ১৮ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »