নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফারে মুখোমুখি হবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স ও নুরুল হাসান সোহানের রংপর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এ ম্যাচ। এরপরেই জানা যাবে ফাইনালে কুমিল্লার সঙ্গী হবে কে?
রাউন্ড রবিন লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট কোয়ালিফায়ার-১ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরে। রংপুর রাইডার্স উঠে এসেছে এলিমিনেটর পর্বে সাকিবের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে।
এবারের বিপিএলে শুরু থেকেই দারুণ খেলেছে সিলেট। তবে শেষদিকে এসে কিছুটা ধুঁকছে। যেখানে তিন ম্যাচের দুটিতে হেরেছে।
সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, আমরা কনসিসটেন্টলি ভালো খেলে এসেছি। একটা এরকম দিন আমাদের খারা গিয়েছে। এটা নিয়ে যদি আমরা বেশি চিন্তা করি বা খেলোয়াড়দের বেশি ভাবাই তাহলে তারা তাদের সেলে ঢুকে যাবে। আমরা চাচ্ছি যে সেই স্বাধীনতাটা থাকুক।
অন্যদিকে এলিমিনেটর ম্যাচে বরিশালকে হারিয়ে আত্মবিশ্বাসী রংপুর। একই সাথে আত্মবিশ্বাসের আরেক কারণ লিগ পর্বে সিলেটকে দুবার হারিয়েছে তারা।
রংপুর রাইডার্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক বলেন, আমাদের ছেলেরা যেভাবে খেলে যাচ্ছে, দুর্দান্ত। সিলেটকে কিন্তু আমরা আগেও হারিয়েছি। সুতরাং আমরা সিলেটের সঙ্গে নরমাল ক্রিকেটেই খেলব। যেটা আমরা আগে থেকে খেলে এসেছি।
এস.আর/নিউজক্রিকেট২৪