fbpx

পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

চলমান আইসিসি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে অপরাজিত কেন উইলিয়ামসনের দল। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে কিউইরা।

বুধবার নিজেদের পঞ্চম ম্যাচে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিতই রইল কেন উইলিয়ামসনের দল। অন্যদিকে পরাজয়ে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেছে প্রোটিয়ারা।

বার্মিংহামের এজবাস্টনে বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়ায় দুই দলই ৪৯ ওভার করে ব্যাট করার সুযোগ পায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা নির্ধারিত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৪১ রান। জবাবে, ৪৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে কিউইরা।

এদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে চার জয় ও এক পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। চার ম্যাচের তিন জয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ ভারত, বাংলাদেশ দুই জয় ও সমান সংখ্যক পরাজয়ে ৫ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে টাইগাররা।

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »