নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ইনিংস ও ৫৩ রানে হেরে সিরিজে পিছিয়ে গেলেন স্বাগতিক দক্ষিন আফ্রিকা। ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা দুর্দান্ত করেছিলো স্বাগতিকরা তবে তা ধরে রাখতে পারেনি পরের দুই ম্যাচে তাই তো দারুন শুরুর পরও সিরিজে পিছিয়প তারা। তৃতীয় ম্যাচে বেন স্টোকস ও ওলি পোপের ব্যাটিং ও বল হাতে বেস, জো রুটদের কাছে হার মানলেন স্বাগতিকরা।
পোর্ট এলিজাবেথে আগে ব্যাট করতে নেমে বেন স্টোকসের ১২০ ও ওলি পোপের ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসের পর ৯ উইকেট হারিয়ে ৪৯৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী ইংল্যান্ড। আফ্রিকানদের পক্ষে ৫ উইকেট শিকার করেন কেশব মহারাজ।
ইংল্যান্ডের রান পাহাড়ের পর প্রথম ইনিংসে স্বাগতিক আফ্রিকা ব্যাট করতে নামলে ইংল্যান্ডের বোলিং তোপে দাঁড়াতে পারেনি। ইংল্যান্ডের ৪৯৯ রানের বিপরীতে প্রথম ইনিংসে ২০৯ রানে অলআউট হয় আফ্রিকা। আর তাতেই কি না ফলোঅনে পড়ে যায় স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন বেস।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ব্যর্থ স্বাগতিকদের টপঅর্ডার। দ্বিতীয় ইনিংসে জো রুট ও মার্ক উডদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি। দ্বিতীয় ইনিংসে এসে মাত্র ২৩৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা৷ দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান আসে স্পিনার কেশব মহারাজের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে ডেন প্যাটারসনের ব্যাট থেকে। যা কি না কেবল ব্যবধানই কমাতে পেরেছে ইনিংস হার এড়াতে নয়।
দ্বিতীয় ইনিংসে এসে ৮৭ রানে ৪ উইকেট তুলে নেন জো রুট আর তিন উইকেট নেন পেসার মার্ক উড। এই সিরিজ জয়ে ২-১ এ গিয়ে গেলো ইংলিশরা। চার ম্যাচের চতুর্থ ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি জোহানসবার্গে।
স্কোরকার্ড :
ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৯৯/৯ ( ওভার ১৫৪) পোপ ১৩৫, স্টোকস ১২০
দক্ষিন আফ্রিকা ১ম ইনিংস : ২০৯/১০ ( ওভার ৮৬.৪)
দক্ষিন আফ্রিকা ২য় ইনিংস : ২৩৭ /১০ ( ওভার ৮৮.৫) মহারাজ ৭১, প্যাটারসন ৩৯, জো রুট ৪/৮৭
ফলাফল: ইংল্যান্ড ইনিংস ও ৫৩ রানে জয়ী।
সিরিজ: ইংল্যান্ড ২-১ এ এগিয়ে।