নিউজ ডেস্ক »
সমগ্র বিশ্ব গ্রাস করেছে কোভিড-১৯, মানুষজন হয়েছে গৃহবন্দী, বন্ধ রয়েছে স্বাভাবিক কাজকর্ম, গৃহবন্দী হয়ে হতাশ হয়ে পড়েছেন নানা পেশার লোকজনের পাশাপাশি ক্রিকেটাররা, বিশেষ করে তরুণ ক্রিকেটাররা। আর তাদের এই হতাশা কাটাতে এবং প্রেরণার উৎস হিসেবে পবিত্র গ্রন্থ আল- কুরআন পাঠের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোন লক্ষণই নেই, এমতাবস্থায় দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবি খেলোয়াড়দের মাঠে অনুশীলনের অনুমোদন না দিতে বাধ্য হচ্ছেন। এক প্রকার ঘরবন্দী অবস্থায় দেশের তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন মুমিনুল ক্রিকইনফোতে এক সাক্ষাৎকার দিতে যেয়ে। সেই সাথে মনোবল চাঙ্গা রাখার পন্থাও বাতলে দিয়েছেন তিনি।
মুমিনুলের পরামর্শ মতে, বিভিন্ন অনুপ্রেরণা মূলক ভিডিও দেখার পাশাপাশি নিয়মিত আল- কুরআন পাঠ করা উচিৎ। তাছাড়া এই সময়ের একগেয়েমী কাটাতে বিখ্যাত লেখকদের বই পড়ার ও পরামর্শ দিয়েছেন মুমিনুল।
মুমিনুল বলেন, ‘নিজের উপকারের জন্য এই সময়টা কাজে লাগাতে হবে। এই সময়টাতে কোন লেখকের বই পড়ুন যিনি সাফল্য পেয়েছেন। প্রেরণামূলক ভিডিও দেখুন এবং পবিত্র আল- কুরআন পাঠ করুন। সর্বোপরি, আপনার সময়টাকে ভালভাবে কাজে লাগান।’
নিউজক্রিকেট/এমএস