প্রস্তুতি ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৬৪ রান

নিউজ ডেস্ক »

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় তাকে ছাড়াই মাঠে নামছে হয়েছে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ে দেখা যায়নি সাকিবের ডেপুটি নাজমুল হোসেন শান্তকেও। অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কার। লঙ্কান টপ অর্ডার ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা হয় দারুণ। একের পর এক বাউন্ডারি হাঁকানো লঙ্কানরা ছিলো চালকের আসনে। কিন্তু এরপরই লঙ্কান শিবিরে আঘাত আনেন শেখ মাহেদী আর নাসুম। ১০৭ থেকে ১৩২ এই ২৫ রানের ব্যবধানে শ্রীলঙ্কা হারায় ৪ উইকেট। চাপে পড়ে তারা। এরপর ডি সিলভার ফিফটি আর করুণারত্নের মাঝারি মানের ইনিংসে লড়াই করার পুঁজি পায় শ্রীলঙ্কা। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশী বোলারদের মধ্যে সবচেয়ে সফল শেখ মাহেদী। ৯ ওভার বল করে ৩৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া তানজিম সাকিব, নাসুম, শরীফুল এবং মেহেদী মিরাজ ১টি করে উইকেট নেন।।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »