প্রমীলা বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখামুখি হবে বাংলাদেশ

মারুফ ইসলাম ইফতি »

চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখামুখি হবে বাংলাদেশ।গ্রুপ এ ও টুর্নামেন্টের দশম ম্যাচে আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় অস্ট্রেলিয়ার মানুকা ওবালে মুখামুখি হবে দুদল।

শক্তিমত্তার বিচারে বাংলাদেশী মেয়েদের তূলনায় অনেক এগিয়ে অজিরা।নিজেদের কন্ডিশন ও স্বাগতিক হওয়ার সুবাদে নিঃসন্দেহে ম্যাচটিতে এগিয়ে থাকবে অজিরা।শক্তির ব্যবধান যাই হোক নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চায় বাংলাদেশ, ম্যাচ হারার আগে হার মানতে নারাজ বাঘিনীরা এমনটাই জানিয়েছেন দলীয় অধিনায়ক সালমা খাতুন।

উল্লেখ্য চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ।আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।অপর দিকে স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা অজিরা জয় পেয়েছিল দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে।

বাংলাদেশ স্কোয়াড:
সালমা খাতুন,নিগার সুলতানা,শামিমা সুলতানা,মুর্শিদা খাতুন,সানজিদা ইসলাম,ফারজানা হক,জাহানারা আলম,রুমানা আহম্মেদ,নাহিদা আক্তার, পান্না ঘোষ,
আয়েশা রহমান,খাদিজাতুল কোবরা,রিতু মনি,সোবহানা মাস্তরি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »