নিউজ ডেস্ক »
করোনা মোকাবেলায় জাতির উদ্দেশ্যে দেওয়া সপ্তাহ শেষে রবিবারের সর্বশেষ অনলাইন ভাষণের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভূয়সী প্রশংসা করেন নিউজিল্যান্ডের বংশদ্ভূত ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।
করোনা ভাইরাসের মোকাবেলায় বর্তমানে বেশ হিমসিম খাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রীকেও গ্রহণ করতে হয়েছে এই ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের স্বাদ। কিছুদিন আগেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। বর্তমানে সুস্থ হয়ে আবার যোগ দিয়েছেন দেশের মানুষকে বাঁচাতে। এসময় রবিবার সপ্তাহের শেষে জাতির উদ্দেশ্য ভাষণ দেন বরিস জনসন। তার ভাষণটি এতোটাই হৃদয়স্পর্শী ছিলো যার প্রশংসা না করে পারেননি এই অলরাউন্ডার। টুইটারে প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাষণের উদ্দেশ্য করে স্টোকস লেখেন,’ আমি মনে করেছিলাম, আমি একটি রুমের মধ্যে ছিলাম এবং সে (বরিস জনসন) আমার সাথে কথা বলতেছিলো। কি দারুণ ভাষ্য বরিস জনসন। সাবাস!’
উল্লেখ্য, বর্তমানে সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে এ পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ১৮৩ জন নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং মৃত্যুবরণ করেছেন ৩১ হাজার ৮৫৫ জন মানুষ।
বাংলাদেশ সময়: ১১:১৪ এএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ