নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বীতীয় টেস্টের আজ শুরু থেকেই খানিকটা আক্রমণাত্বক ছিলেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছে গিয়েও করতে পারেননি। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের লেংথ খেলতে গিয়ে ব্যাট-বলে টাইমিং করতে না পারায় জার্মেইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৯ চারে ৬৭ বলে ৪৬ রান করেছেন তামিম।
বাঁহাতি এই ওপেনারের বিদায়ের পর চারে নেমে শান্তকে সঙ্গ দেন এনামুল হক বিজয়। লাঞ্চের আগে বাংলাদেশকে আর কোনো উইকেট হারাতে দেননি তারা দুজন। লাঞ্চের আগ মুহূর্তে তামিমকে হারালেও দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। এর আগে আরেক ওটেনার জয় ফিরে গেছেন ১০ রান করে।