প্রথম দিন শেষে এগিয়ে সফরকারীরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফরকারি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দিনে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে খেলা শেষ হয়েছে। টেস্টের প্রথম দিনেই দুই দলের মিলিয়ে পড়েছে ১৬ উইকেট।

বাংলাদেশকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে তারাও খুব স্বস্তিতে নেই। প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ১৪০ রান নিয়ে। ৩৪ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার পতন হওয়া ৬ উইকেটের মধ্যে ৫টিই নিয়েছেন তাইজুল। ৪৮ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে ১৩ বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তাইজুল। একইসঙ্গে বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ উইকেট শিকারীও হয়েছেন তাইজুল। পেছনে ফেলেন সাকিব আল হাসানকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »