প্রথম টেস্টে রুটকে পাচ্ছে না ইংল্যান্ড, সেক্ষেত্রে অধিনায়কত্ব পাবেন স্টোকস!

নিউজ ডেস্ক »

দীর্ঘ প্রতীক্ষার পর জুলাইয়ের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ককে জো রুটকে ১ম টেস্টে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বর্তমান সহ-অধিনায়ক বেন স্টোকসের কাঁধেই উঠতে পারে অধিনায়কত্বের ভার।

জো রুটের সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১ম টেস্টটি মিস করতে পারেন। রুট জানিয়েছেন, সন্তান জন্মদানের সময় তিনি স্ত্রীর পাশে থাকতে চান। আর যদি তাই হয় তবে প্রথমবারের ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বেন স্টোকস।

স্টোকস তাঁর পুরো ক্যারিয়ারে মাত্র তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তবে জাতীয় দলে অধিনায়কত্ব করার কোন অভিজ্ঞতা নেই। ডারহাম একাডেমির হয়ে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করে ১টিতে জয় ১টি হার এবং একটি ড্র নিয়ে মাঠ ছাড়েন স্টোকস। তবে গত অ্যাশেজে জো রুটের সহকারী হিসেবে দায়িত্ব পান তিনি।

খেলোয়াড় হিসেবে স্টোকস দারুণ প্রতিভাবান। যেকোনো কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় দলকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন অনেকবার। গত বিশ্বকাপের ফাইনালে মাথা ঠান্ডা রেখে যেভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ চিনিয়ে এনেছেন এতে তাঁর খেলোয়াড়ি গুণ নিয়ে প্রশ্ন করার কোন অবকাশ নেই। তবে এবার দেখার পালা নেতৃত্বে একেবারে আনাড়ি স্টোকস এই কঠিন দায়িত্ব কিভাবে সামাল দেন।

এ ব্যাপারে রুট বলেন, ‘আমি মনে করি, বেন অধিনায়কত্ব পেলে দারুণ করবে। সে যেভাবে অনুশীলন চালিয়ে যায়, কঠিন পরিস্থিতিতে বোলিং করতে চায় এবং ম্যাচের যেকোন পরিস্থিতিতে ব্যাট হাতে যেভাবে নেতৃত্ব দেয়, সবগুলোই সহ -অধিনায়ক এবং দলনেতা হিসেবে তাঁর দুর্দান্ত গুণাবলির উদাহরণ।’

‘সে তাঁর সতীর্থদের উজ্জীবিত করতে পারে এবং তাদের সেরাটা বের করে আনতে পারে। আমি মনে করি একজন দলনেতা হিসেবে এটা তাঁর দারুণ গুণ এবং সে যদি সুযোগ পায় এই গুনাবলী সে অধিনায়কত্বে কাজে লাগাতে পারবে।’- সাথে যোগ করেন জো রুট।

গত তিনবছর ধরে টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন রুট এবং আশা করা যায় আরো অনেকদিন দলকে নেতৃত্ব দেবেন। যদিও বর্তমানে ভারপ্রাপ্ত অধিনায়ত্বের ভার সামলাবেন স্টোকস। তবে ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারলে রুট পরবর্তী অধিনায়ক স্টোকসই হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। কারণ স্টোকস সবসময় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালবাসেন।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »