পূর্বনির্ধারিত সূচিতে বাংলাদেশে আসছে না ইংল্যান্ড

স্টাফ রিপোর্টার »

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। তবে এই সূচির ৪ দিন পর অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে বলে জানিয়েছে ইংলিশরা।

ইংলিশরা ২০ ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে মূল সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের সাথে সিলেটে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তবে যেহেতু তারা সফরের সময়সূচি সংক্ষিপ্ত করেছে, তাই আর প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে না। তবে মূল সিরিজের সময়সূচিতে কোন পরিবর্তন আসবে কি না তা এখনো জানা যায়নি।

এই বিষয়ে কথা বলতে যেয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা সিরিজের প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলম যেটা সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ড দল শুধু মাত্র অফিশিয়াল ম্যাচগুলো খেলতে চাইছে। 

এছাড়া তিনি আরো বলেন, ‘ওরা যেহেতু নিজেদের কিছু পরিকল্পনায় ট্যুরটাকে শুধুমাত্র অফিশিয়াল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছে, পরবর্তীতে এবং সেভাবেই পরিকল্পনা (নতুন) করা হচ্ছে। 

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী মার্চের ১তারিখে ঢাকায় ওয়ানডে সিরিজ এবং ৯ই মার্চ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »