পূর্নাঙ্গ অনুশীলনময় দিন কাটল মুশফিকের

নিউজ ডেস্ক »

করোনায় স্থবির পুরো বিশ্ব। ঘরের মধ্যেই সময় কাটছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম করোনার মধ্যেও চালিয়ে যাচ্ছেন অনুশীলন। গত তিন দিন টানা বৃষ্টিতেও করেছেন ব্যক্তিগত অনুশীলন। তবে বৃষ্টির কারণে ব্যাটিং,রানিং ও ফিটনেস পর্যন্তই সীমাবদ্ধ ছিলো অনুশীলনে। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী যার যার অনুশীলন ৫ম দিনে এসে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন বাংলাদেশ ক্রিকেটের মি.ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। ব্যাটিং,রানিং এর পাশাপাশি করেছেন কিপিং অনুশীলনও।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে প্রায় ১ ঘন্টা ব্যাটিং ও মিনিট ২৫ রানিং অনুশীলন করেন মুশি। তারপর প্রায় দশ মিনিটের মতো সময় দেন কিপিংয়েও। দুই সহকারীকে সঙ্গে নিয়ে গ্লাভস হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মুশি। এদিন অনুশীলনে দেখা যায় পেসার শফিউল ইসলাম কেও। ১০-১৫ মিনিটের জীম সেশন আর প্রায় আধা ঘন্টা রানিং অনুশীলনে সময় কাটান এই পেসার।

বিসিবির দেওয়া সময়সূচি ও নির্দেশনা অনুযায়ী একে একে অনুশীলন করেন ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও পেসার তাসকিন আহমেদও। সকাল ৯ টা ৪০ এ উপস্থিত হয়ে প্রায় ৩০ মিনিটের জিম সেশনে সময় কাটিয়ে প্রায় এক ঘন্টা ব্যাটিং অনুশীলন করেন মিথুন। দিনের সবশেষ অনুশীলনে তাসকিন আহমেদের রানিংয়ের সময় নির্ধারন ছিলো সকাল ১১ টা ৩০ মিনিটে। তবে তিনি দেরীতে শুরু করেও সূচি অনুযায়ী নিজের অনুশীলন পূর্ণ করেন তিনি।

নিউজক্রিকেট২৪/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »