পিসিবির স্পন্সর আফ্রিদি ফাউন্ডেশন

নিউজ ডেস্ক »

বেশ কিছুদিন ধরেই স্পন্সরহীন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখনও খোঁজ চালাচ্ছেন নতুন স্পন্সরের। তবে না পেলে পাকিস্তানের জার্সির উপরে থাকতে পারে শহীদ আফ্রিদিন দাতব্য সংস্থা ” শহীদ আফ্রিদি ফাউন্ডেশন” এর নাম।

পিসিবির এর আগের স্পন্সর কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসি। পেপসি চুক্তি নবায়ন না করায় স্পন্সর শূন্য পিসিবি। উপযুক্ত মূল্য না পাওয়ায় অনেকে আগ্রহী থাকলেও রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবারের ইংলিশ সফরে তাই স্পন্সরের নাম হিসেবে থাকতে পারে পিসিবির দাতব্য অংশীদার হিসেবে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের নাম। অফিসিয়ালি ঘোষণা না আসলেও একটি টুইটের রিটুইটে বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন খোদ আফ্রিদি। আফ্রিদি বলেন,’ আমরা খুবই আনন্দিত যে পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে আমাদের শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। কেননা আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ্যারিটি পার্টনার। বরাবরের মতো অনুপ্রেরণা ও সাহস জোগানোয় ওয়াসিম খান (পিসিবি প্রধান নির্বাহী) এবং পিসিবিকে ধন্যবাদ। আমাদের দল (পাকিস্তান) এর জন্য অনেক শুভকামনা।’

এছাড়া এবার করোনা ভাইরাসের সময় শুধু পাকিস্তানই নয় বাইরেও অনেক দেশে নিজেদের সাহায্য পৌছে দিয়েছে এই ফাউন্ডেশন। নিজে বহন করে ত্রাণ সংগ্রহ করেছেন শহীদ আফ্রিদি। করোনা ভাইরাসের সময়ও মাঠপর্যায়ে কাজ করতে গিয়েই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি। সুস্থ হয়ে আবারও নেমেছেন দেশের সেবায়।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »