নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএলের ১৩তম আসরের খেলা মাঠে গড়াচ্ছে সেপ্টেম্বরে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই জমকালো আসরের সূচিও ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তবে সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত সময়ে আইপিএলের ফাইনাল না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবার। হিন্দুদের ধর্মীয় উৎসব দীপাবলির কারণে ২ দিন পিছিয়ে ৮ই নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বর মাঠে গড়াতে পারে আইপিএল ফাইনাল। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এমনটাই জানিয়েছে। যদিও এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানাইনি আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএল শেষ হওয়ার পর পুরো টিম ইন্ডিয়া আরব আমিরাতে অবস্থান করে ক্যাম্প করবে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য।প্লে-অপের আগে বাদ পড়া ক্রিকেটারদের আরব আমিরাতেই অবস্থান করতে হবে এবং ক্যাম্পে যোগ দিতে হবে। সেই সময়ে অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি নিবেন স্কোয়াডের ক্রিকেটাররা। আইপিএলের ফাইনাল শেষে একসাথে বাকী ক্রিকেটাররাও ক্যাম্পে যোগদান করবে। এরপর কবে নাগাদ ক্যাম্প শেষ করে অস্ট্রেলিয়ার বিমান ধরবে টিম ইন্ডিয়া, এই ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে ৪ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যে।
নিউজক্রিকেট / ইফতি মারুফ