পিএসএল মাতাতে পেশোয়ার জালমিতে যোগ দিচ্ছেন সাকিব

স্টাফ রিপোর্টার »

আজ (১৩ ফেব্রুয়ারি) থেকে টি-টোয়েন্টির জমজমাট আসর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সাকিব এবার মাঠ মাতাবেন পেশোয়ার জালমির হয়ে।

পিএসএলের ড্রাফট থেকে সাকিব দল না পেলেও সাপ্লিমেন্টারী খেলোয়াড় হিসেবে সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই।

আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি থেকে মাঠে দেখা যেতে পারে সাকিবকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ইতোমধ্যে বাদ পড়ে গেছে সাকিবের দল ফরচুন বরিশাল।  আর তাই আসরের শুরুতেই সাকিবকে পেতে যাচ্ছে দলটি।

এর আগেও পেশোয়ারের জার্সিতে মাঠ মাতিয়েছেন সাকিব। একবারের আসরে পেশোয়ারের অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে সাকিব ছাড়াও দলটিতে খেলবেন রভম্যান পাওয়েল, জিমি নিশাম, ওয়াহাব রিয়াজের মত টি-টোয়েন্টির পরিক্ষিত তারকা ক্রিকেটাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »